কাপাসিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর
| আপডেট: ৮ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৩ পিএম | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৩ পিএম
কাপাসিয়ায়  ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাবড়িসহ মাকমুদুল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। ৮ জানুয়ারি বুধবার গভীর রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের জালিশা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের তাইজ উদ্দিনের পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপাসিয়া থানার এসআই (নিঃ) সোহাগ হোসেনের নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা কর। এসময় মাকমুদুলের বসত ঘরের পাশে গোয়াল ঘরের ভিতরে মাদক কেনাবেচার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে মাকমুদুলের লুঙ্গির কোচরে থাকা নীল রঙের জিপার ব্যাগ থেকে ১৫ পিস গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট (ওজন ১.৫ গ্রাম) জব্দ করে। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম জানায়, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (নং ১১) দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদক কারবারিকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে