বরিশালে চাহিদা বেড়েছে ইলেকট্রিক চুলার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৬, ০৪:১৬ পিএম
বরিশালে চাহিদা বেড়েছে ইলেকট্রিক চুলার

হঠাৎ করে অস্বাভাবিকভাবে সিলিন্ডার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পরেছেন বরিশালের গ্রাহকরা। বিভিন্ন দোকান ঘুরেও মিলছে না সিলিন্ডার গ্যাস। যা পাওয়া যাচ্ছে তা সরকারি দাম ১৩শ’ ৫০ টাকায় মিলছে না। বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬শ’ টাকা দরে। যেকারণে চরম ভোগান্তিতে পরেছেন গ্রাহকরা। তবে গ্যাস না পেয়ে অনেককেই ইলেকট্রিক চুলা ক্রয় করতে দেখা গেছে। বরিশাল নগরীর বিভিন্ন খুচরা দোকান ঘুরে দেখা গেছে, বসুন্ধারা, যমুনা, গ্রিন নাভানা, ডেলটা, টোটালসহ বিভিন্ন কোম্পানির গ্যাসের চাহিদামতো সরবরাহ নেই। দেশে ১৮টি গ্যাস কোম্পানির মধ্যে বর্তমানে বাজারে ছয়টি কোম্পানি গ্যাস সিলিন্ডার সরবরাহ করছে। তাও প্রয়োজনের তুলনায় খুবই কম। নাম প্রকাশ না করার শর্তে এক গ্যাস সিলিন্ডার পরিবেশক বলেন, বর্তমানে চাহিদার ছয় ভাগের একভাগও সরবরাহ করছে না গ্যাস কোম্পানিগুলো। তিনি আরও বলেন, প্রতি চার-পাঁচদিন পরপর তার দোকানের জন্য এক ট্রাক গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হয়। গত কয়েকদিন থেকে ট্রাকভর্তি খালি সিলিন্ডার নিয়ে ঢাকা গেলেও কোম্পানি মাত্র ৭০-৭২টি সিলিন্ডার দিচ্ছে। ফলে খালি ট্রাক বরিশালে আনতে হচ্ছে। ট্রাকের ভাড়া সমন্বয় করে প্রতি সিলিন্ডার গ্যাস ১৪শ’ ৫০ টাকায় পাইকারি বিক্রি করতে হচ্ছে। খুচরা দোকানগুলো ঘুরে দেখা গেছে, প্রতি সিলিন্ডার গ্যাস তারা ১৫শ’ ৫০ টাকা থেকে ১৬শ’ টাকায় বিক্রি করছেন। তিন-চারটি দোকান ঘুরে দুয়েকটি দোকানে গ্যাস মেলার কারণে বিক্রেতাদের কাছে জিম্মি হয়ে পরেছেন গ্রাহকরা। তাই বাধ্য হয়ে অনেকেই ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন। নগরীর কয়েকটি ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে জানা গেছে-গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ও সিলিন্ডার সংকটের কারণে ইলেকট্রিক চুলার প্রতি ঝুঁকছেন গ্রাহকরা। একাধিক বিক্রেতারা জানিয়েছেন, গত চারদিন ধরে ইলেকট্রিক চুলার চাহিদা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।