ঝিনাইদহের মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল গরুবাহী পিকআপ লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার গভীররাতে শৈলকুপা উপজেলার চড়িয়ারবিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে চালকসহ ওই ৩ জন শৈলকুপা থানায় এসে অভিযোগ দিলে বিষয়টি জানাজানি হয়।পুলিশ ও স্থানীয়রা জানায়, কুড়িগ্রাম থেকে ১০টি গরুর বাছুর বোঝাই করে একটি পিকাপ গাড়িতে মাগুরার মোহাম্মদপুর উপজেলায় যাচ্ছিলো। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পিকাপটি শৈলকুপা উপজেলার চড়িয়ারবিল বাজারে পৌঁছালে পেছন থেকে আরেকটি ট্রাক এসে গরুবাহী পিকাপটির গতিরোধ করে। এ সময় ডাকাতদল অস্ত্রের মুখে ট্রাকের চালক, হেলপার ও গরুর মালিককে জিম্মি করে নেয়। পরে গরুবাহী ট্রকসহ তিনজনকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তারা। ৪০ কিমি যাওয়ার পর কুষ্টিয়ার ৯ মাইল এলাকায় ট্রাক থেকে চালক, হেলপার ও গরুর মালিককে ফেলে দিয়ে পিকআপসহ গরু নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা কাজ শুরু করেছি আশা করি দ্রুত ডাকাতি হওয়া গরু বোঝায় ট্রাক ও ডাকাত আটক করতে পারবো।