কয়রায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৬, ০৬:২৩ পিএম
কয়রায় বেগম খালেদা জিয়ার রুহের  মাগফেরাত কামনায় দোয়া

কয়রা উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  (৯ জানুয়ারি ) বিকাল  ৪ টায় কয়রা সদরের মসজিদ আবু বকরে  এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন  কয়রা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম, সদস্য সচিব মোতাসিম বিল্যাহ, যুবদল নেতা এহসানুর রহমান, আকবর হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আসাদুল ইসলাম, আহাদুর রহমান লিটন, আনারুল ডাবলু, হাফিজুর রহমান, দেলোয়ার হোসেন, মাসুদ সরদার প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদ আবু বকরের পেশ ইমাম হাফেজ মাহাদি হাসান ও হাফেজ রবিউল ইসলাম।