মধুখালীতে ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

এফএনএস (মনিরুজ্জামান মন্নু; মধুখালী, ফরিদপুর) :
| আপডেট: ১০ জানুয়ারী, ২০২৬, ০২:৪২ পিএম | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৬, ০২:৪২ পিএম
মধুখালীতে ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক ব্যবসায়ীকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে ফরিদপুরের মধুখালী থানা পুলিশ । আটক ঐ মাদক ব্যবসায়ীর নাম ফরহাদ লস্কর ওরফে বকুল লস্কর (২৫)। সে উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট মুন্সিপাড়া গ্রামের আজিজার রহমান লস্করের ছেলে। আটক ফরহাদ ওরফে বকুল লস্করকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ১০ জানুয়ারি শনিবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার এস আই রোস্তুম আলী ও সঙ্গীয় এ এস আই আশরাফুল আলম জানতে পারেন মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের গোহাইল পাড়া রাস্তার উপর ইয়াবা ট্যাবলেটসহ ধৃত মাদক ব্যবসায়ী ফরহাদ ও অপর দুই ব্যক্তি মাদক বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। ঘটনাস্থলে পুলিশের উপন্থিতি টের পেয়ে উক্ত মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে আটক করতে সক্ষম হয় মধুখালী থানা পুলিশ। এসময় আটক ফরহাদ লস্কর ওরফে বকুল লস্করের দেহ তল্লাশী করে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে থানা পুলিশ। এ ব্যাপারে মধুখালী থানায় আটক মাদক ব্যবসায়ী ফরহাদ লস্কর ওরফে বকুল লস্করসহ অপর পলাতক ওয়াইদুর (৪৭), পিতা শাজাহান শেখ ও সজীব ফকির (২৮), পিতা রবিউল ফকির, গ্রাম গোহাইল পাড়াকে আসামী করা হয়েছে। আটক ফরহাদ ওরফে বকুল লস্করকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ১০ জানুয়ারি শনিবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। অপর দুই আসামী পলাতক রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে