রাজশাহীতে ১২৬ কেজি গাঁজা উদ্ধার

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ১০ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৩ পিএম | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৩ পিএম
রাজশাহীতে ১২৬ কেজি গাঁজা উদ্ধার
রাজশাহীতে একটি লবণের কার্গো ট্রাক থেকে ১২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় হাসানুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাঝেরপাড়া গ্রামে। শনিবার (১০ জানুয়ারি) র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র‍্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় এ অভিযান চালায়। শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। র‍্যাব জানায়, কার্গো ট্রাকটিতে ১৩ হাজার কেজি লবণ নিয়ে যাওয়া হচ্ছিল। তার ভেতরে পাচার করা হচ্ছিল ১২৬ কেজি গাঁজা। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে