ডুমুরিয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের কম্বল বিতরণ

এফএনএস (আঃ লতিফ মোড়ল; ডুমুরিয়া, খুলনা) : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:২৩ পিএম
ডুমুরিয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের কম্বল বিতরণ

ডুমুরিয়ায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে কম্বল বিতরণ  করা হয়েছে। শনিবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জীবিত ৫৪ জন বীর মুক্তিযোদ্ধা এবং মৃত  ৫৬ জন বীরমুক্তিযোদ্ধা পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ সময়  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কল্যাণ ও মার্কেট কমিটির আহ্বায়ক এফ এম নুরুন্নবী চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ ডুমুরিয়ার এডহক কমিটি আহ্বায়ক বাবু বিভাগ চন্দ্র বৈরাগী, সদস্য সচিব আলহাজ্ব গাজী নাজিম উদ্দিন, অফিস সহকারি ইমরান গোলদারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। কম্বল বিতরণ  অনুষ্ঠানের সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।