টাঙ্গাইলে সাধারন মানুষের কাছে লিফলেট বিতরণ করেছে।জুলাই বিপ্লবের ঘোষণা পত্রের দাবিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা থেকে দিনব্যাপী এ কার্যক্রম চলবে বলে তারা জানিয়েছে। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আলামিন,সদস্য সচিব মনিরুল ইসলাম,যুগ্ম আহবায়ক আল আমিন সিয়াম ও জাবেদ, মুন্না, শেখ ফরাশ সহ নাগরিক কমিটির সদস্যরা। তারা বলেন,আমাদের কেন্দ্রীয় ঘোষনা অনুযায়ী ৬ দিন ব্যাপী এই কার্যক্রম চলমান থাকবে। আমরা দিনব্যাপী লিফলেট বিতরণ করবো। শহর থেকে গ্রাম পর্যায়ে আমাদের এই গণঅভ্যুত্থানের কথা তুলে ধরবো।