মানব পাচার মামলার আসামি মো: আনোয়ার হোসেন গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ১২ জানুয়ারী, ২০২৬, ০৪:০৫ পিএম | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬, ০৪:০৫ পিএম
মানব পাচার মামলার আসামি মো: আনোয়ার হোসেন গ্রেফতার

আর্থিক সচ্ছলতার প্রলোভন দেখিয়ে আসামি মো: আনোয়ার হোসেন (৫৬)’সহ অন্যান্য আসামিগণ গত ২০২৩  সালের ২৮ মার্চ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এক  নারীকে মালয়েশিয়ায় নিয়ে যায়। মালয়েশিয়ায় পৌঁছানোর পর আসামি আনোয়ার ভিকটিমকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হওয়ার প্রস্তাব দেয়। ভিকটিম উক্ত প্রস্তাবে রাজি না হলে আসামি আনোয়ার তাকে ভয়ভীতি প্রদর্শন করে জানায় যে, বাংলাদেশে অবস্থানরত শাহিনের নিকট হতে তাকে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার বিনিময়ে ক্রয় করা হয়েছে। পরবর্তীতে ভিকটিম কৌশলে আসামিদের কবল থেকে পালিয়ে গিয়ে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে সাহায্য ও সহযোগিতা গ্রহণ করে দেশে প্রত্যাবর্তন করে। এরপর আসামি মো: আনোয়ার হোসেনসহ অন্যান্য আসামিগণ পুনরায় একই বছরের ২৮ মার্চ   ভিকটিমকে মালয়েশিয়ায় নিয়ে যায়। সেখানে গিয়ে ভিকটিম জানতে পারে যে, আসামি আনোয়ার হোসেনের নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন অসহায় নারীদের কাজের প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় পাচার করে থাকে। উক্ত চক্র মালয়েশিয়ার কাজাং এলাকায় বাসা ভাড়া নিয়ে বাংলাদেশ হতে বিভিন্ন বয়সী নারীদের পাচার করে এবং তাদের দেহব্যবসাসহ নানা ধরনের অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে জোরপূর্বক লিপ্ত হতে বাধ্য করে। এ ঘটনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ভিকটিম ডিএমপি, ঢাকার বিমানবন্দর থানায় একটি অভিযোগ দায়ের করলে বিমানবন্দর থানার মামলা নং- ২৪, তারিখ- ১৫/০৫/২০২৫ খ্রি., ধারা- ৫/৬/৭/৮/১১ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী মামলা রুজু হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতারের জন্য অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচন পত্র প্রেরণ করেন। অধিযাচন পত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষে তথ্য-প্রযুক্তির ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।  এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১১ জানুয়ারি বিকালে উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন চুনকুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত মানব পাচার মামলার এজাহারনামীয় পলাতক আসামি আনোয়ার হোসেন (৫৬), পিতা- আলী আকবর শেখ, সাং- চুনকুটিয়া আর্টিপাড়া, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে