কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন কাজী আছমা বেগম। তিনি হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ক্যাটাগরিতে তাঁকে নির্বাচিত ঘোষণা করে উপজেলা বাছাই কমিটি। এছাড়া হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলায় শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মো. রাজিব মাহমুদসহ শ্রেষ্ঠ শিক্ষার্থী হন একই স্কুলের নবম শ্রেণির ছাত্রী মারিয়াম জাহান যাইফা। কাজী আছমা বেগম ১৯৯৫ সালের ১২ নভেম্বর হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। ২০১৯ সালের ২২ ডিসেম্বর তিনি একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান। যোগদানের পর থেকেই তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। শিক্ষার্থীসহ অভিভাবকেরা জানান, এই অর্জন শুধু একটি পুরস্কার নয়- এটি নিষ্ঠা, সততা, ত্যাগ আর নিরলস পরিশ্রমের স্বীকৃতি। বছরের পর বছর ধরে তিনি যে মমতা, দায়িত্ববোধ আর দৃঢ় নেতৃত্ব নিয়ে ছাত্রীদের আলোর পথে এগিয়ে নিয়েছেন, আজ তারই ফলাফল এই সম্মান। একজন আদর্শ শিক্ষকের যে রূপ- শাসনে স্নেহ, নির্দেশনায় প্রজ্ঞা আর কাজে উদাহরণ কাজী আছমা বেগম তার জীবন্ত প্রতিচ্ছবি। হাজারো শিক্ষার্থীর স্বপ্ন গড়ার নীরব কারিগর তিনি। শিক্ষার মান উন্নয়নে তাঁর আপসহীন অবস্থান, শৃঙ্খলাবোধ ও মানবিক মূল্যবোধ আমাদের সবার জন্য অনুপ্রেরণা। এই পুরস্কার প্রমাণ করে নিষ্ঠার কখনো পরাজয় হয় না, সত্যিকারের শ্রম একদিন না একদিন স্বীকৃতি পায়। প্রধান শিক্ষক কাজী আছমা বেগম বলেন, "প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সব সময় চেষ্টা করি নিজের।