জ্বালানি খাত সংস্কারে ১৩ দফা দাবিতে সাংবাদ সম্মেলনের ডাক ক্যাব-এর

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬, ০৫:৩২ পিএম
জ্বালানি খাত সংস্কারে ১৩ দফা দাবিতে সাংবাদ সম্মেলনের ডাক ক্যাব-এর

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)- এর যুব সংসদের উদ্যোগে ‘রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তির জন্য জ্বালানি খাত সংস্কারে ১৩ দফা দাবি’ শীর্ষক একটি সংবাদ সম্মেলন আগামীকাল ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার সকাল ১১টা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি হল (২য় তলা), সেগুনবাগিচা, ঢাকায় অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন ক্যাব-এর জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম। ক্যাবের কোষাধ্যক্ষ ড. মোঃ মুঞ্জুর-ই-খোদা তরফদার। উক্ত সংবাদ সম্মেলনে মূল প্রস্তাবনা উপস্থাপন করবেন ক্যাব-এর যুব সংসদের সদস্য ছাত্র/ছাত্রীবৃন্দ। উক্ত অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের জন্য আপনার পত্রিকা/বেতার/টেলিভিশন চ্যানেলের একজন রিপোর্টারকে থাকার জন্য অনুরোধ করছি।  

আপনার জেলার সংবাদ পড়তে