বিরল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬, ০৬:২৭ পিএম
বিরল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

বিরল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মাদক, চোরাচালান প্রতিরোধ, মানববপাচার প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে অবহিতকরণ পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়। সোমবার উপজেলা পরিষদ ভবনের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বীময় সরকার, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম, থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, বিএমডিএ বিরল জোনের সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, শিক্ষা অফিসার মুর্শিদা বেগম, মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, বিরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন, এনায়েতপুর বিওপি কমান্ডার প্রমূখ। সভায় মাদক, চোরাচালান প্রতিরোধ, মানবপাচার প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ সচেতনতা বৃদ্ধিতে জনসম্পৃক্ততা বৃদ্ধি করণে ইউনিয়ন পর্যায়ে প্রতিমাসে ১ টি ওয়ার্ডে মতবিনিময় সভা ও সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে অবহিতকরণ সভায় অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে পরস্পর সহযোগিতার মাধ্যমে প্রচার প্রচারণা অব্যাহত রাখার বিষয়ে আলোচা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে