কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। তারুণ্য উৎসব কর্মসুচি বাস্তবায়নের লক্ষে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে গঠিত উপকমিটির প্রস্ততিসভা সম্পন্ন হয়েছে। সকালে প্রদর্শনী ও প্রচার প্রকাশনা উপকমিটিরসভা অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও উপকমিটির আহবায়ক মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে। এতে আলোচনায় অংশ নেন সদর উপজেলার নির্বাহী অফিসার মো: এরশাদ মিয়া, রেভিনিউ ডেপুটি কালেক্টর জেবুন নাহার, কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুজিবুল আলম, জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার মাকসুদা, জেলা আইসিটি অফিসার মো:জাহিদুল ইসলাম ভুঁইয়া, জেলা তথ্য অফিসার তানজিনা সুলতানা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তায়েফা হাসিনা, হয়বত নগর এ ইউ কামিল মাদরাসার অধ্যক্ষ মাও.আজিজুল হক, গুরুদয়াল সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো: আবুল বাশার,আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি শামসুল আলম সেলিম, সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদী, সাংবাদিক আতা মোহাম্মদ ওবায়েদ, ছাত্রনেতা সায়েদ সুমন, মির্জা মোফাজ্জল, তৌফিক ওমর,শামসুর রহমান, নাফি শিকদার, নুরুল আমিন, হাসান আহমেদ রমজান, মাও নোমান আহমেদ প্রমুখ। সভায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রদর্শনী ও প্রচার প্রকাশনা উপকমিটির সভায় বিস্তারিত আলোচনা করা হয়। এর আগে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপকমিটির সভা, তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে সভা সমাবেশ কর্মশালা ও সেমিনার সমূহ সফলভাবে সম্পন্ন করার জন্য উপকমিটিরসভা অনুষ্ঠিত হয়। এ দুটি উপকমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার সভাপতিত্ব করেন। এছাড়াও আরও কয়েকটি উপ কমিটির প্রস্ততিসভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় সরকারী কর্মকর্তাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলেই তারুণ্য উৎসব বাস্তবায়নে সক্রিয় ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।