ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে এক গ্রামের দুই গোষ্ঠীর সংঘর্ষে জিতু মিয়া (৪৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছে। আজ সোমবার বিকালে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিতু মিয়া ওই গ্রামের ধরমন্ডল গ্রামের মৃত আলাই মিয়ার ছেলে। স্থানীয়রা জানান,ধরমন্ডল গ্রামের জিতু মিয়া মেম্বারের গোষ্ঠী ও মরহুম মিয়াজ উদ্দিন মেম্বারের মধ্যে গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুই পক্ষের মধ্যে বিরোধ নিয়ে আদালতে মামলা রয়েছে। এদিকে আজ সোমবার বিকালে পূর্বের ঘটনার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সাবেক ইউপি সদস্য জিতু মিয়া মারা যান।সংবাদ পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতির অবনতি ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছে। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ হবিগঞ্জ ও মাধবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধরমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পূর্বের ঘটনার জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) শাহীনুল ইসলাম জানান,বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।