ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির চতুর্থ দিনের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে এই শুনানি চলছে, যা বিকেল ৫টা পর্যন্ত চলার কথা রয়েছে। আজ দেশের বিভিন্ন আসনের ২১১ থেকে ২৮০ নম্বর পর্যন্ত আপিল শুনানি নেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে যাদের প্রার্থিতা বাতিল হয়েছিল, তারা আজ ইসির সামনে নিজেদের অবস্থান তুলে ধরছেন। শুনানিতে প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র ও যুক্তি উপস্থাপন করছেন, যার ভিত্তিতে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছে।
এর আগে সোমবার (১২ জানুয়ারি) তৃতীয় দিনের শুনানিতে মোট ৭১টি আপিল নিষ্পত্তি হয়। এর মধ্যে ৪১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। ২৫ জনের আপিল নামঞ্জুর করা হয়। পাশাপাশি চারটি আবেদন স্থগিত রাখা হয়েছে এবং একজন প্রার্থী নিজেই আপিল প্রত্যাহার করে নেন।
ইসির তথ্য অনুযায়ী, আপিল শুনানির প্রথম দিন শনিবার (১০ জানুয়ারি) ৫১ জন এবং দ্বিতীয় দিন রোববার (১১ জানুয়ারি) ৫৭ জন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। ধারাবাহিক শুনানিতে প্রতিদিনই কমিশন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিচ্ছে, যা নির্বাচনের মাঠে প্রার্থীদের উপস্থিতি নির্ধারণ করছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সংশোধিত তফসিল অনুযায়ী আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেবেন।
চূড়ান্ত তালিকা প্রকাশের পর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। এরপর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।