ঢাকায় শীত বাড়ছে না, কুয়াশা আর মেঘলা আকাশেই কাটবে দিন

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৩ জানুয়ারী, ২০২৬, ১১:১০ এএম | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ১১:০০ এএম
ঢাকায় শীত বাড়ছে না, কুয়াশা আর মেঘলা আকাশেই কাটবে দিন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শীতের তীব্রতা নতুন করে বাড়ার কোনো ইঙ্গিত নেই। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আকাশ মেঘলা থাকতে পারে, সঙ্গে থাকবে কুয়াশার প্রভাব। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকার কথা জানানো হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য উঠে এসেছে।

আবহাওয়া অধিদফতর জানায়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। এই সময় হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা শীতের অনুভূতি কিছুটা বজায় রাখবে।

সকালের আবহাওয়ার চিত্রেও বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রাও ছিল ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় খুব একটা কমেনি।

আবহাওয়াবিদরা বলছেন, আপাতত শীতের তীব্রতা বাড়ার মতো কোনো আবহাওয়াগত পরিস্থিতি তৈরি হয়নি। বরং কুয়াশা ও মেঘলা আকাশের কারণে সকালে শীত অনুভূত হলেও দিনের বেলায় তা অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে পারে। সারাদেশের পূর্বাভাসেও উল্লেখযোগ্য কোনো বড় পরিবর্তনের আভাস নেই বলে জানিয়েছে অধিদফতর।

আপনার জেলার সংবাদ পড়তে