সিইসির সঙ্গে বিকেলে বিএনপির বৈঠক

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৩ জানুয়ারী, ২০২৬, ১১:৪২ এএম | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ১১:২১ এএম
সিইসির সঙ্গে বিকেলে বিএনপির বৈঠক
ছবি, সংগৃহিত

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে বিএনপির একটি প্রতিনিধিদল। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল এতে অংশ নেবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন কমিশনের সঙ্গে দলের নিয়মিত যোগাযোগের অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, চলমান রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচনের পরিবেশ এবং অংশগ্রহণমূলক ভোট আয়োজনের বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পেতে পারে। বিশেষ করে নির্বাচনকালীন প্রশাসন, ভোটের মাঠের পরিস্থিতি এবং কমিশনের প্রস্তুতি নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হবে এই আলোচনায়।

আপনার জেলার সংবাদ পড়তে