পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের অনন্ত পাড়া সড়কে ট্রাক চাপায় আরিফুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার রাত নয়টার দিকে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আরিফুল ইসলাম ধুলাসারের বৌলতলী গ্রামের গেন্দু শরীফের ছেলে। সে রাতে অনন্ত পাড়া গ্রামে নিজের ট্রাক্টর রেখে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেল টি অনন্তপাড়া থেকে বৌলতলী গ্রামে যাওয়ার সময় আলীপুর মৎস্য বন্দর গামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায় এবং আরিফুল রক্তাক্ত জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ট্রাক চালক ও তার সহযোগীকে আটক করে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।