পীরগাছায় কম্বল বিতরন

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) : | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৫, ০৭:৫৪ পিএম
পীরগাছায় কম্বল বিতরন

রংপুরের পীরগাছায় শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছাওলা ইউনিয়নের কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করেন শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি শহীদ আবু সাঈদ এর ভাই রমজান আলী। স্থানীয় ছাত্র প্রতিনিধি রিমন ইসলামের সঞ্চালনায় এসময় পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী, ছাওলা ইউনিয়নের চেয়ারম্যান নাজির হোসেন, তাম্বুলপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম, শহীদ আবু সাঈদের সহপাঠী শাসুজ্জামান সুমন ও ডাঃ একরামুল ইসলাম, স্থানীয় ছাত্র প্রতিনিধি শাকিল আহম্মেদ, রেজওয়ান হোসেন, সাজ্জাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ছাওলা ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলের আড়াই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে