সোনারগাঁয়ে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৩:৪০ পিএম
সোনারগাঁয়ে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করতে গতকাল মঙ্গলবার সোনারগাঁয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসমীন, শাহিনা ইসলাম চৌধুরী, সোনারগাঁ থানার ওসি মুহিববুল্লাহসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  সভায় বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। তারা আরও বলেন, গণভোট একটি সরাসরি গণতান্ত্রিক প্রক্রিয়া। যেখানে জনগণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রকাশের সুযোগ পান। এ কারণে গণভোটের উদ্দেশ্য, পদ্ধতি ও গুরুত্ব সম্পর্কে সকল ভোটারের পরিষ্কার ধারণা থাকা জরুরি।

আপনার জেলার সংবাদ পড়তে