কালীগঞ্জে কৃষকদের পাওয়ার ট্রলি দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৫, ০৮:০১ পিএম
কালীগঞ্জে কৃষকদের পাওয়ার ট্রলি দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকদের ট্রলি দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।বৃহষ্পতিবার বেলা ৩ টার দিকে উপজেলার একতারপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশের মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।  কৃষকদের নিয়ে ব্যতিক্রম পাওয়ার ট্রিলার প্রতিযোগীতার আয়োজন করেছে উপজেলার একতারপুর গ্রামের যুবকেরা। পাওয়ার ট্রিলার প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা কৃষকদের ১০ টি পাওয়ার ট্রিলার অংশ গ্রহন করে। প্রতিযোগীদের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীর মধ্যে দুটি ছাগল বিতরন করা হয়। বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন শেষে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন,কৃষকদের নিয়ে এমন প্রতিযোগীতা নিশ্চয় প্রশংসার দাবি রাখে। এমন ব্যতিক্রম উদ্যোগ নেওয়ার জন্য খেলা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।আশাকরি আগামিতে এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে