নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির ধানের শীষ মার্কার প্রাথী সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুক বীর মুক্তিযোদ্ধা ও ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার সকাল ৯ টার সময় জয়নুল আবদিন ফারুকের সেনবাগের ইয়ারপুর গ্রামস্থ নিজ বাসভবন এমপি ভিলায় ওই মতবিনিময় সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃব্দৃ সহ সেনবাগ উপজেলা ও পৌরসভার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন । এরপর সকাল ১০টার সময় সেনবাগ উপজেলা, পৌরসভা ছাত্রদল ও কানকিরহাট কলেজ ,বালিয়াকান্দী সুলতান মাহমুদ কলেজ এবং সেনবাগ ফাযিল মাদরাসা ছাত্রদলের নেতার্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন জয়নুল আবদিন ফারুক। বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় কালে জয়নুল আবদিন ফারুক মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতি চারণ করতে গিয়ে বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধে দেশ যখন চরম অনিশ্চয়তার মধ্যে ঠিক সেই দিনে চট্টগ্রাম কালুরঘাট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনা শুনে আমরা সবাই যুদ্ধে জড়িয়ে পড়ি। তাই আজকে শহীদ জিয়ার যোগ্য উত্তরাধিকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদেরকে সশ্রদ্ধ সালাম জানাই। এবং আগামী নির্বাচনে প্রকৃত মুক্তিযোদ্ধার দল বিএনপিতে আস্থা রাখার জন্য বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান জানান। এরপর সকাল দশটায় সেনবাগ উপজেলা ছাত্রদল, কানকিরহাট কলেজ ছাত্রদল, সুলতান মাহামুদ কলেজ ছাত্রদল, সেনবাগ ফাযিল মাদ্রাসা ছাত্রদল সহ উপজেলার সকল পর্যায়ের ছাত্রদলের নেতাদের সাথে মতবিনিময় সভা করেন। এসময় জয়নুল আবদিন ফারুক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে ছাত্রদলের নেতাকর্মীাদের নিকট ছাত্রদলের ইতিহাস তুলে ধরেন। এসম তিনি বলেন ,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গঠন করা এই দল পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় খাপ খাইয়ে নেওয়ার জন্য বাংলাদেশকে প্রস্তুত হতে হবার আহবান জানিয়ে নিজেদেরকে তৈরি করার জন্য দিক নির্দেশনা দেন। এবং ছাত্রদলের নেতৃবৃন্দকে লেখাপড়া করার প্রতি জোর দেয়ার আহ্বান জানান। নেতৃত্ব গুনের যথাযথ বিকাশের জন্য লেখাপড়ার কোন বিকল্প নেই। সে জন্য ছাত্র রাজনীতির পাশাপাশি কৃতিত্বপূর্ণ রেজাল্ট করে সরকারি বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানে নিজ যোগ্যতায় জায়গা করে নিতে হবে সেই আশাবাদ ব্যাক্ত করেন।।