রাজশাহীর বাগমারা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসাইন প্রাং। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলা পর্যায়ে তাঁকে ২০২৬ সালের জন্য ‘শ্রেষ্ঠ শিক্ষক (মাধ্যমিক পর্যায়)’ হিসেবে ঘোষণা করা হয়।
আনোয়ার হোসাইন প্রাং বাগমারা উপজেলার মীরপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে পাঠদান করে আসছেন। তাঁর পাঠদানে শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে দক্ষতা বৃদ্ধি পেয়েছে এবং ফলাফলেও এসেছে ইতিবাচক পরিবর্তন।
শ্রেণিকক্ষে পাঠদানকে আকর্ষণীয় ও কার্যকর করতে আধুনিক শিক্ষা পদ্ধতি প্রয়োগ, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় উদ্বুদ্ধ করা এবং দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার ক্ষেত্রে তিনি প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন।
সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহ প্রদান, নৈতিক মূল্যবোধ গঠনে সচেতনতা সৃষ্টি এবং বিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে তাঁর অবদান শিক্ষার্থী ও অভিভাবক মহলে প্রশংসিত হয়েছে।
উপজেলা শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে আনোয়ার হোসাইন প্রাং একজন আদর্শ শিক্ষক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই স্বীকৃতি উপজেলার শিক্ষক সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হওয়ায় আনোয়ার হোসাইন প্রাং বলেন, এই স্বীকৃতি তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শুদ্ধ জ্ঞান ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করে যাবেন।
এ অর্জনে বাগমারা উপজেলার শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট মহলে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।