ডুমুরিয়ায় মিকশিমিলে রুদাঘরা আন্ত: ইউনিয়ন চাকুরীজীবি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে কল্যাণ স্ট্রাসের নিজস্ব কার্যালয়ে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণ ট্রাস্টের পরিচালক কলেজ উপাধ্যক্ষ মোঃ ফারুক আলম। সভায় বক্তব্যদেন কল্যাণ ট্রাস্টের সভাপতি মোঃ শফিউল আলম,সদস্য সচিব উত্তম সাহা,প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আতিয়ার রহমান,সদস্য কার্তিক চন্দ্র সাহা,উজ্জ্বল সাহা,নারায়ন রায়,তরুণ কুমার দত্ত,আসাবুর রহমান, জে,এম আজিম উদ্দীনসহ কল্যাণ ট্রাস্টের অন্যান সদস্যবৃন্দ। অনুষ্ঠানে রুদাঘরা ইউনিয়ের বিভিন্ন ওয়ার্ডের ১৮০ জন অসহায় ও শীতার্থ মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।