কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৩৬ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। ১৫ জানুয়ারি দুপুর ৩ ঘটিকা হতে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ অভিযান চালানো হয়। এতে বিভিন্ন কাপড়ের দোকানে দেশি পণ্যকে বিদেশি পণ্য বলে বিক্রি করায় ৪৫ ধারায় উক্ত জরিমানা আরোপ করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম। সহযোগিতায় ছিল ঈদগাঁও থানা পুলিশ দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম জানান, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।