১১ দলীয় জোটের আসন সমঝোতায় ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) এডভোকেট সৈয়দ মাহমুদ মোরশেদ। তিনি এলডিপির প্রেসিডিয়াম সদস্য এবং গফরগাঁও উপজেলা প্রথম সাবেক উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এছাড়াও এডভোকেট সৈয়দ মাহমুদ মোরশেদ ২০১৮ সালে বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে গফরগাঁও আসনে এলডিপির থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচন করেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জোটের পক্ষ থেকে এ আসন সমঝোতার ঘোষণা দেন। এ খবরে স্থানীয় এলডিপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এসেছে স্বস্তি। এদিকে আসন সমঝোতার চূড়ান্ত মনোনয়ন ঘোষণার খবরে এডভোকেট সৈয়দ মাহমুদ মোরশেদ অনুসারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে এলডিপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে। উচ্ছ্বসিত নেতাকর্মীরা দলের চেয়ারম্যান অলি আহমদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়াও গফরগাঁও আসনটিতে মনোনয়ন চেয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশ্বক্বারী হাবিবুল্লাহ বেলালী ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইলিয়াস আহমেদ ফরাজী। এ বিষয়ে সৈয়দ মাহবুব মোরশেদ জানান, গফরগাঁও ও পাগলাবাসীর উন্নয়নে সবাইকে পাশে নিয়ে কাজ করতে তার একমাত্র লক্ষ্য। ১১ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মী মতপার্থক্য ভুলে এলডিপির ছাতা প্রতীকের পক্ষে কাজ করবে বলে আশা তার।