লক্ষ্মীপুরে পিস্তলসহ এক নারী আটক

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৫, ০৩:৪৫ পিএম
লক্ষ্মীপুরে পিস্তলসহ এক নারী আটক

লক্ষ্মীপুরে পিস্তলসহ সাজু আক্তার নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে  সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামের আজিম উদ্দিন পাটওয়ারী বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সাজু হামছাদী গ্রামের মো. জুয়েলের স্ত্রী। স্থানীয় ও গোয়েন্দা পুলিশ জানায়, সাজুর স্বামী জুয়েল মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জুয়েলের কাছে বিদেশি পিস্তল রয়েছে। এতে তার বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িতে অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি। তবে বিদেশি পিস্তলসহ তার স্ত্রীকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু জানান, মো: জুয়েল একজন মাদক ও অস্ত্র ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে জুয়েলকে আটক করতে গেলে জুয়েল ঘর থেকে পালিয়ে যায়। এইসময় তার ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে