বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল আশাশুনি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জেলা সভাপতি মোঃ আলমগীর কবির ও সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার স্বাক্ষরিত পত্রে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি মোঃ নাভিদ নওরোজ (আশাশুনি), সিঃ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শাহ মোঃ জাকির (খাজরা), সহ-সভাপতি তুহিন আলম গাজী (শোভনালী), মোঃ রুবেল (বুধহাটা), সাগর হোসেন (কুল্যা), ঝর্না মেম্বার (দরগাহপুর) তাসনিম বাবু (বড়দল), মহিউদ্দিন (শ্রীউলা), দীন ইসলাম (শ্রীউলা), রকিবুল ইসলাম (খাজরা), নাহিদ হোসেন (আনুলিয়া), তরিকুল ইসলাম (প্রতাপনগর), রবিউল ইসলাম (খাজরা), বোরহান উদ্দিন (কাদাকাটি), আখতারুল ইসলাম (আনুলিয়া), আশরাফুল আলম (কাদাকাটি), সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বাচ্চু (খাজরা), সিঃ যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম (খাজরা ), যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন (বুধহাটা), সহ ১২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।