সরকারি নজরুল কলেজের অধ্যক্ষের দায়িত্বে এনামুল হক

এফএনএস (গোলাম মোস্তফা সরকার; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৫, ০৪:৪৫ পিএম
সরকারি নজরুল কলেজের অধ্যক্ষের দায়িত্বে এনামুল হক

ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িদ্ব গ্রহন করেছেন কলেজের সিনিয়র সহকারি অধ্যাপক এনামুল হক। বৃহস্পতিবার অপরাহ্নে তিনি এ দায়িত্বভার গ্রহন করেন। এর আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন কলেজের সিনিয়র সহকারি অধ্যাপক জয়নব রেখা। বৃহস্পতিবার তিনি কলেজ জীবনের শেষ কর্মদিবস শেষে রাত সাড়ে ১০টার দিকে তিনি নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। জয়নব রেখা ২০২২ সালের ১লা সেপ্টেম্বর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং ২০২৫ সালের ৯ জানুয়ারী বৃহস্পতিবার পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক ১৯৭০ সালের ১ সেপ্টম্বর ত্রিশাল পৌর সভার ১নং ওয়ার্ডের এক সম্ভান্তু মুসলীম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন ত্রিশাল আব্বাসিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ উস্তাজুল আসাতিজা পীরজাদা মরহুম মাওলানা আলতাফ হোসেন। অধ্যাপক এনামুল হক ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স ও ১৯৯১ সালে একই বিষয়ে মাস্টার্স পাশ করেন। ছাত্র জীবনে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ সভাপতি ও ত্রিশাল পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অত্র কলেজে ইসলামিক স্টাডিজ বিষয়ে ১৯৯৪ সনের ৫ তারিখ প্রভাষক হিসেবে যোগদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে