কুমিল্লা সীমান্তে ভারতীয় মালামাল ও পিকআপ জব্দ

এফএনএস (মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা) : | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৩:৫০ পিএম
কুমিল্লা সীমান্তে ভারতীয় মালামাল ও পিকআপ জব্দ

বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রি-পিস এবং আতশবাজিসহ একটি মিনি পিকআপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (১৮ জানুয়ারি) ভোরে  জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন ১০ বিজিবি। বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে আজ রাত ৩টা এবং সকাল ৮টার দিকে দুটি পৃথক ঝটিকা অভিযান পরিচালনা করে। যশপুর বিওপির একটি চৌকস টহল দল সীমান্তের ২৫০ গজ ভেতরে মুড়াপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত মিনি পিকআপ আটক করে। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ী ও থ্রি-পিস উদ্ধার করা হয়। এছাড়া পাহাড়পুর নামক স্থান থেকে সীমান্তের ১০০ গজ ভেতরে পরিচালিত অন্য একটি অভিযানে বড় ধরনের বাজির চালান জব্দ করা হয়। অভিযানে উদ্ধার হওয়া ১টি মিনি পিকআপ, ভারতীয় বিভিন্ন প্রকারের শাড়ী, থ্রি-পিস ও বাজির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৪ লক্ষ ৮১ হাজার টাকা। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবি’র এমন কঠোর অবস্থান ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে