সাদপন্থীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৫, ০৫:৩০ পিএম
সাদপন্থীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে তাবলিগের সাদপন্থীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুম্মা গফরগাঁও উলামা সমিতির উদ্যোগে টঙ্গীর ইজতেমা ময়দানের হত্যাকান্ডের ঘটনায় সাদপন্হীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে অনুষ্ঠিত এ কর্মসূচিকে ঘিরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে কয়েক হাজার ধর্মপ্রান মুসল্লি অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি গফরগাঁও মিনি ষ্টেডিয়াম থেকে শুরু করে পৌরশহরে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গফরগাঁও থানা ও সেনা ক্যাম্পের সামনে সড়কে বসে আড়াই ঘন্টা অবস্থান নেন। পরে অবস্থান কর্মসূচি সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ নুরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান সালমানী, মাওলানা আনোয়ার হোসাইন আসাদী, মাওলানা জয়নুল আবেদীন, মুফতি মাওলানা আজিজুর রহমান, মাওলানা মাহাদী হাসান, মাওলানা জহিরুল ইসলাম মাওলানা মনিরুল ইসলামসহ অন্যান্য আলেম- উলামাগণ প্রমুখ। এসময় গফরগাঁও অস্থায়ী সেনাবাহিনীর ক্যাম্পের দায়িত্বরত মেজর আবদুল্লাহ আল শরীফ ও গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম হাজার হাজার মুসল্লিদের অবস্থান কর্মসূচির দাবি পরিপ্রেক্ষিতে তা বাস্তবায়নে আশ্বাস দিলে তারা সড়কের অবস্থান কর্মসূচি থেকে সরে আসেন।

আপনার জেলার সংবাদ পড়তে