পেনাল্টি মিস করলেন সালাহ, নাইজেরিয়ার কাছে হারলো মিশর

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৬:১৮ পিএম
পেনাল্টি মিস করলেন সালাহ, নাইজেরিয়ার কাছে হারলো মিশর

শুটআউটে হেরে গিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পায়নি নাইজেরিয়া। একই কারণে চলতি আফকনের ফাইনালেও উঠতে পারেনি তারা। মিশরের বিপক্ষেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে টাইব্রেকার পরীক্ষা দিতে হলো তাদেরকে। এবার আর ব্যর্থতা নয়, সাফল্যের গল্প লিখল সুপার ঈগলরা। গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলে মিশরকে হারিয়ে ব্রোঞ্জ জিতল দলটি। ক্যাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনসের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মোহাম্মদ সালাহ ও ওমর মারমৌশের পেনাল্টি মিসে মিশর খালি হাতে ফিরছে। মিশরের হয়ে প্রথম দুই পেনাল্টি মিস করেন দলের এই দুই বড় তারকা। অন্যদিকে নাইজেরিয়ার হয়ে ফিগায়ো দেলে-বাশিরুর প্রথম শটটি গোলরক্ষক আটকে দিলেও আকোর অ্যাডামস, মোসেস সাইমন ও অ্যালেক্স ইওবি লক্ষ্যভেদ করেন। সবশেষে বদলি খেলোয়াড় অ্যাডেমিলা লুকম্যান জয়সূচক গোলটি করেন। এটি নেশনস কাপে নাইজেরিয়ার রেকর্ড নবম বারের মতো তৃতীয় স্থান অর্জন। সেমিফাইনালে মরক্কোর কাছে হারের পর এই জয়ের মাধ্যমে তারা টুর্নামেন্ট শেষ করল। এর আগে গত নভেম্বরের আন্তমহাদেশীয় প্লে অফে ডিআর কঙ্গোর কাছে পেনাল্টিতে হেরে বিশ্বকাপে খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছিল নাইজেরিয়ার। আর তিন দিন আগে মরক্কোর কাছে সেমিফাইনালে হেরে যায় পেনাল্টি শুটআউটে। ম্যাচের ৩৬ মিনিটে আকোর অ্যাডামস গোল করলেও ভিএআর পরীক্ষায় দেখা যায় পলের অনোয়াচু মিশরের হামদি ফাথিকে কনুই দিয়ে আঘাত করেছেন। ফলে গোলটি বাতিল হয়। দ্বিতীয়ার্ধেও লুকম্যানের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। নাইজেরিয়ার গোলরক্ষক স্ট্যানলি নোয়াবালি পুরো ম্যাচেই দুর্দান্ত ছিলেন। পেনাল্টি শুটআউটে তিনি সালাহ এবং মারমৌশের শট ঠেকিয়ে দিয়ে দলের জয় সহজ করে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে