বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রদূত, বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নাটোরের লালপুর উপজেলার পদ্মার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, শনিবার লালপুর উপজেলায় সাত দিনব্যাপী দোয়া মাহফিল কর্মসূচির অংশ হিসেবে লালপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ১১টি স্থানে সকাল ১১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ধারাবাহিকভাবে এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দলের মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্দেশনায় দোয়া মাহফিলগুলোর আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীন মতপ্রকাশের প্রতীক। স্বৈরাচার ও একদলীয় শাসনের বিরুদ্ধে তিনি আজীবন আপসহীন সংগ্রাম করেছেন। তিনি বলেন, দেশের মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়াকে বারবার নির্যাতন, কারাবরণ ও অবিচারের শিকার হতে হয়েছে, তবে তিনি কখনো আপস করেননি। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও দেশপ্রেম দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও দর্শন অনুসরণ করেই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন এবং দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পদ্মার চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে দোয়া মাহফিলে বক্তব্যকালে তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণি উপকৃত হতে পারে। এ সময় তিনি দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশ গঠনে তাঁর ভূমিকা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলসহ দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং চলমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ।