ঝিনাইদহের কালীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষে এ মেলার আয়োজন করা হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তরে কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। পরে এক জুম মিটিংএ যোগ দেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। যশোর অঞ্চলের টেকসই কৃষি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মেলাতে ২২টি প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামান, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, বিআরডিবি কর্মকর্তা খাইরুল হক, পাট কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা শাহারিয়ার আকাশ সহ গণমাধ্যম কর্মীগন। শেষে আমন্ত্রিত অতিথিগন মেলায় অংশগ্রহনকারী বিভিন্ন স্টলগুলি ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন।