এনটিভির চেয়ারম্যান’র পক্ষ থেকে শীর্থাতদের কম্বল বিতরণ

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৫, ০৬:২৮ পিএম
এনটিভির চেয়ারম্যান’র পক্ষ থেকে শীর্থাতদের কম্বল বিতরণ

ভালুকায় এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলীর পক্ষ থেকে দুইশতাধীক শীর্থাত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। শীর্থাতরা কম্বল পেয়ে আনন্দিত ও খুশী হয়েছে। শুক্রবার সকালে উপজেলার টুংরাপাড়া গ্রামে এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলীর দেয়া কম্বল বাক প্রতিবন্ধী ও হত দরিদ্র  ছিন্নমুল দুই শতাধীক শীর্থাত মানুষের মাঝে বিতরন করেন ময়মনসিংহ জেলা আইনজীবি পাবলিক প্রসিকিউডর এডভোকেট আনোয়ার আজিজ টুটুল। শীর্থাথরা কম্বল পেয়ে আনন্দিত ও খুশী হয়েছেন। এর আগে উপজেলার পৌরসদরে ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে