বাজিতপুরে অফিস ভাংচুর করলেন বিএনপি নেতা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬, ০৪:৪২ পিএম
বাজিতপুরে অফিস ভাংচুর করলেন বিএনপি নেতা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজীরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক ভূইয়ার বিরুদ্ধে ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমসু মিয়ার আনা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে গত রবিবার সন্ধ্যার দিকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির নিজস্ব কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গাজীরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক ভূইয়া বলেন, ১৭ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ১১ টাকার দিকে গাজীরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর আলম হুদা উরফে আমসু মিয়া নিজের নিজস্ব কার্যালয় ভাংচুর করে ইউনিয়ন বিএনপি ও তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ধরেন যা সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্য প্রণোধিত। তিনি আরো বলেন, আমসু দীর্ঘদিন ধরে বিএনপির নাম ভাঙ্গিয়ে মাদক চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত আছে বলে তারা উল্লেখ করেন। এমনকি সামাজিক ও রাজনৈতিক কোনো আয়োজনে তাকে আমন্ত্রণ না জানানোর আহবান জানান সাধারণ জনগণের প্রতি বাজিতপুর থানার প্রশাসনের সহযোগিতায় মাদক বিরুধী অভিযান করেন এলাকাবাসী। গত ১৫ মাস ধরে আমসুর সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীর যোগাযোগ নেই। তিনি একক ভাবে একটি দোকানের পেছনে বিএনপির কোনো উপজেলার নেতৃবৃন্দের ছবি বাদ দিয়ে দলীয় শীর্ষ নেতাদের ছবি ব্যবহার করে নিজেই সেই ছবিগুলো কুপিয়েছেন বলে প্রতিবাদ সমাবেশে উল্লেখ করা হয়। এ বিষয়ে বাজিতপুর থানা অফিসার ইনচার্জ এসমএ শহীদুল্লাহ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে