শেরপুরের সীমান্তে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৫, ০৬:৩১ পিএম
শেরপুরের সীমান্তে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে শাড়ি লেহেঙ্গা সানগ্লাস সহ প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাঁষি তালতলী সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা আগেই পালিয়ে যায়। বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধীনস্থ  শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি’র সীমান্ত পিলার ১১১৮/৬-এস হতে আনুমানিক ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে মায়াঘাঁষি তালতলী এলাকায় চোরাকারবারীগণ অভিনব পন্থায় বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানী মালামাল অবৈধভাবে পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকুড়া বিওপির বিজিবি টহল দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ২০ হাজার ৮৪৪ পিস সানগ্লাস, ৪১ পিস শাড়ি, ১৫ পিস লেহেঙ্গা এবং ১ পিস গাউন আটক করে। তবে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা এদিকসেদিক ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যায়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ২ কোটি ৩১ লাখ ৭৯ হাজার টাকা। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ৩৯ বিজিবি ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কাযর্ক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে