কালীগঞ্জে জামায়াতের রস চক্র অনুষ্ঠিত

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৪ পিএম
কালীগঞ্জে জামায়াতের রস চক্র অনুষ্ঠিত

খোলা মাঠে আলোচনা সভা চলছে। আর পাশেই একটি টিনশেড বাড়ির আঙ্গিনায় বড় বড় ডেকচি এবং গামলা ভরে আসছে পিঠা এবং পায়েশ। ভেতরে গিয়ে দেখি কয়েকটি ড্রামে খেজুর গাছের সন্ধ্যা রস। প্রায় ১৫০০ লোকের জন্য করা হয়েছে এ আয়োজন। আয়োজকরা ব্যতিক্রমধর্মী এই আয়োজনের নাম দিয়েছেন রস চক্র। ব্যতিক্রমধর্মী এ রসচক্রের আয়োজন করেছে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়ন জামায়াতি ইসলামি।  ইউনিয়ন আমির শফিকুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে বড় ধোপদী গ্রামে অনুষ্ঠিত রসচক্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর ঝিনাইদহ- কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আবু বকর মোহাম্মদ আলী আজম, নায়েবে আমির আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুল  আওয়াল। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা ওলিউর রহমান, এ্যাডভোকেট ইসমাইল হোসেন, মাওলানা আবু তালিব, মাওলানা আলিনুর রহমান, ইকবাল হোসাইন, শরিফুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথি ও এলাকাবাসীর মাঝে পিঠা পায়েশ পরিবেশন করা হয়।ব্যতিক্রমধর্মী এ আয়োজন নিয়ে কথা হয় উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লার সাথে। তিনি বলেন দলীয় নেতা কর্মীদের ব্যতিক্রমধর্মী এ আয়োজন এলাকার মানুষের মাঝে শান্তি, সম্প্রতি ও সোহার্দ্যপূর্ণ  পরিবেশ সৃষ্টি করবে। 

আপনার জেলার সংবাদ পড়তে