সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। গত রোববার থাইল্যান্ডের ব্যাংককের নানথাবুড়ি জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লাল-সবুজের ছেলেরা ৪-১ গোলে হারিয়েছে ভুটানকে। দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল বাংলাদেশ। জয়ী দলের হয়ে মঈন আহমেদ দুটি এবং ফয়সাল হোসেন ও ইব্রাহিম আহমেদ একটি করে গোল করেন। মঈন আহমেদের জোড়া গোলে প্রথমার্ধ বাংলাদেশ শেষ করে দারুণ স্বস্তি নিয়ে। দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দেয় ভুটান। এর পরপরই দুবার লক্ষ্যভেদ করে, সব শঙ্কা উড়িয়ে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে আশা জাগানিয়া শুরু পায় বাংলাদেশ। পঞ্চম মিনিটেই সতীর্থের লং পাসে সার্কেলের ভেতর থেকে ট্যাপ করে জালে বল জড়ান মঈন (১-০)। ১০ মিনিটে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি (২-০)। দ্বিতীয়ার্ধের শুরুতে কাশেমের শট গোলকিপার ঠেকালে ব্যবধান বাড়েনি। ভুটান পরের মিনিটেই দুরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করে ম্যাচ জমিয়ে তোলে (১-২)। একটু পর প্রতিপক্ষের একটি জোরালো শট আটকে বাংলাদেশের ত্রাতা গোলকিপার জাহিদ হাসান বাপ্পী (৩-১)। ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতে ভুটানের একটি শট ক্রসবার কাঁপিয়ে ফিরে। এর একটু পর এক মিনিটের মধ্যে দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ফয়সাল গোলমুখ থেকে প্লেসিং শটে এবং রাহবার ওয়াহেদের ক্রস থেকে ইব্রাহিম লক্ষ্যভেদ করেন (৪-১)।