"তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৫, ০৬:৪১ পিএম
"তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জের হাড়িয়ার কুঠিতে ‘তারুণ্যেও ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।    বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে  এই কর্মশালার আয়োজন করা হয়। তারাগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী নাসির ইকবাল এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা। এসময় প্রধান অতিথির ভাষনে ইউএনও রুবেল রানা বলেন,,  তারুণ্যের চিন্তাভাবনাই তৈরি করতে পারে ভবিষ্যৎ বাংলাদেশের রুপরেখা। সরকার তরুণদের ভাবনাগুলোকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যে উৎসব ২০২৫ এর আয়োজন করেছেন। তারুণ্যে শক্তিকে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে কাজে লাগানোর জন্য পরিকল্পনা গ্রহন করেছেন সরকার। কর্মশালার আলোচনা সভায় উপস্থিত ছিলেন   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারাগঞ্জ উপজেলা সমন্বয়ক আলামিন ইসলাম আকাশ ও তার প্রতিনিধি দল। এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব কমলেশ রায়, ইউপি সদস্য দুলালী বেগম, মোশেদা বেগম, হাছিনা বেগম, আমির আলী, মোশফেকুর রহমান, শাহাজালাল শেখ, মজুমদার রহমান, লাবু মিয়া, হাতিবান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, উজিয়াল পাইকপাড়া সরকারি প্রাথকিম বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আল আমিন আকাশ প্রমুখ। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় উপজলোর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা ৮টি টেবিলে ৭জন করে বসে আট পেপারের মাধ্যমে তাদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খিয়ারডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজালুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে