দিনাজপুরের ঘোড়াঘাটে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল এ্যান্ড কলেজ ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ার পার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ এ,জেড,এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি,তিন বারের মেয়র ও দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আব্দুস সাত্তার মিলন। এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য শামিম কায়ছার লিংকন। এছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপির নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। ফাইনাল খেলায় পাঁচবিবি খেলোয়ার কল্যান সমিতি ও এস,এফ,সি শ্যামপুর ঘোড়াঘাট টিম নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলে পরবর্তিতে ট্রাইবেকারে ৫-৪ গোলে এস,এফ,সি শ্যামপুর ঘোড়াঘা কে চ্যাম্পিয়ান ঘোষনা করা হয়। শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্স আপ দলের টিম লিডারের হাতে ট্রফি তুলে দেন। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টেন আয়োজনে ছিলেন ঘোড়াঘাট পৌর বি,এন,পি ও অঙ্গ সহযোগী সংগঠন।