রাজধানীর যাত্রাবাড়ীতে মাদক মামলার এক আসামি গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬, ০৮:৩১ পিএম
রাজধানীর যাত্রাবাড়ীতে মাদক মামলার এক আসামি  গ্রেফতার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোসা: হাজেরা বেগম (৩৫), কে ডিএমপি, ঢাকা যাত্রাবাড়ী থানাধীন ঠাটার বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (১৯ জানুয়ারি) বিকালে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকা যাত্রাবাড়ী থানাধীন ঠাটার বাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানার জিআর মামলা নং- ৮৭/১৯, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ১০(ক) এর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোসা: হাজেরা বেগম (৩৫), স্বামী- মোঃ রাসেল, সাং- সিটি পল্লি (নতুন বস্তি), থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা,কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে