চৌরাস্তা প্রাইম হাসপাতালের সামনে উচ্ছেদ অভিযান বন্ধের অভিযোগ

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৯ পিএম
চৌরাস্তা প্রাইম হাসপাতালের সামনে উচ্ছেদ অভিযান বন্ধের অভিযোগ

চৌমুহনী চৌরাস্তা-লক্ষ্ণীপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ বাস্তবায়নে সরকারিভাবে উচ্ছেদ অভিযান চলমান থাকলেও এতে বৈষম্যের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সড়ক বিভাগকে ‘ম্যানেজ’ করে চৌরাস্তা প্রাইম হাসপাতাল সহ একাধিক স্থাপনার সামনে সড়ক বিভাগ উচ্ছেদ করার জন্য  নির্ধারিত দাগের আগেই অভিযান বন্ধ করে দেয়। সরকারের চার লেন প্রকল্পের অংশ হিসেবে সোমবার বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে সড়ক বিভাগ। বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন স্কয়ারের উত্তর পাশ থেকে শুরু হওয়া এ অভিযানে সড়ক বিভাগ, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন। অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদত হোসেন। তবে উচ্ছেদ অভিযানের সময় শত শত ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ করে বলেন, সড়কের উত্তর পাশে সড়ক বিভাগের নির্ধারিত সীমানা অনুযায়ী স্থাপনা ভাঙা হলেও দক্ষিণ পাশে একই নিয়ম অনুসরণ করা হয়নি। বিশেষ করে চৌরাস্তা প্রাইম হাসপাতাল, আনোয়ার মেডিকেলসহ বেশ কয়েকটি বড় স্থাপনার সামনে সড়ক বিভাগের নির্ধারিত সীমানা পর্যন্ত উচ্ছেদ অভিযান না চালানোয় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, আগে দক্ষিণ পাশের এসব স্থাপনায় সড়ক বিভাগের নির্ধারিত সীমানা অনুযায়ী লাল দাগ দেওয়া হলেও অভিযানের আগে তা মুছে ফেলা হয়। ফলে উত্তর পাশের দোকানপাট ও স্থাপনা ভাঙচুর করা হলেও দক্ষিণ পাশের প্রভাবশালী স্থাপনাগুলো অক্ষত রাখা হয়েছে। উত্তর পাশের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, “একই রাস্তা, একই আইন-কিন্তু আমাদের জন্য এক নিয়ম, আর প্রভাবশালীদের জন্য আরেক নিয়ম। এতে আমরা সর্বস্ব হারাচ্ছি।” এ বিষয়ে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ফরিদ উদ্দিন এর বক্তব্য জানতে (০১৭৩০৭৮২৬৫১) ৭বার ফোন করা হলে ও তিনি রিসিভ করেননি। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদত হোসেন জানান, সড়কটি ৪ লেন হলে নোয়াখালী বাসী উপকৃত হবে।   সড়ক বিভাগ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে চেয়েছে তাই অভিযান পরিচালনা করে অবৈধ দখলদার সরানো হয়েছে। সড়কের সীমানা কতটুকু তা তারাই বলতে পারবে। এলাকাবাসী দ্রুত নিরপেক্ষ তদন্ত ও বৈষম্যহীন উচ্ছেদ অভিযান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে