বরিশালে পাঁচ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০৭:০৩ পিএম
বরিশালে পাঁচ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল। মঙ্গলবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেঠেন। একইসাথে বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিমকে সমর্থনের ঘোষণা করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের পর সাংবাদিকদের কাছে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। একইসাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিমকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করার জন্য আমি নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহবান করছি। পাশাপাশি যারা জামায়াতে ইসলামীর পক্ষে ভোট দিতে চেয়েছিলেন, তারা যেন এখন ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কায় ভোট দিয়ে সমর্থন করেন। অপরদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মঙ্গলবার বিকেল পর্যন্ত বরিশালের ছয়টি সংসদীয় আসনের ৪৩ জন প্রার্থীর মধ্যে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত প্রার্থী মো. তারিকুল ইসলাম, খেলাফত মজলিসের প্রার্থী মুন্সি মোস্তাফিজুর রহমান, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জাতীয় পার্টির প্রার্থী ফখরুল আহসান এবং বরিশাল-৫ আসনে এবি পার্টির প্রার্থী তারিকুল ইসলাম।