পটুয়াখালী-৪ আসনে ৫ জনের প্রার্থীতা প্রত্যাহার

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬, ০২:০৩ পিএম
পটুয়াখালী-৪ আসনে ৫ জনের প্রার্থীতা প্রত্যাহার

পটুয়াখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার চারটি সংসদীয় আসনে প্রার্থীতা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শেষ দিনে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করায় জেলায় চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. শহীদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী এই তালিকা প্রকাশ করা হয়।প্রকাশিত তথ্যে জানা যায়, পটুয়াখালী-১ আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত নাজমুল আহসান এবং খেলাফত মজলিস মনোনীত মো. সাইদুর রহমান মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে এ আসনে বিএনপি মনোনীত আলতাফ হোসেন চৌধুরী এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট মনোনীত এবি পার্টির মোহাম্মদ আব্দুল ওহাব মিনার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন। পাশাপাশি গণঅধিকার পরিষদের কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ফিরোজ আলম, জাসদের গৌতম চন্দ্র শীল এবং জাতীয় পার্টির আ. মন্নান হাওলাদার প্রতিদ্বন্দ্বিতায় আছেন। পটুয়াখালী-২ আসনে খেলাফত মজলিস মনোনীত মোহাম্মদ আইয়ুব মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে পাঁচজন প্রার্থী মাঠে রয়েছেন। এখানে জামায়াতে ইসলামীর মো. শফিকুল ইসলাম মাসুদ এবং বিএনপি মনোনীত মো. সহিদুল আলম তালুকদার এগিয়ে রয়েছেন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মালেক হোসেন, গণঅধিকার পরিষদের মো. হাবিবুর রহমান এবং এবি পার্টির মো. রুহুল আমিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত শহিদুল ইসলাম ফাহিম মনোনয়ন প্রত্যাহার করেছেন। এ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, জামায়াতে ইসলামীর মুহম্মদ শাহ আলম এবং স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন শক্ত অবস্থানে রয়েছেন। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু বক্কর ছিদ্দিকী ও স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবুও নির্বাচনী মাঠে সক্রিয়। পটুয়াখালী-৪ আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত মো. আব্দুল কাইয়ুম মনোনয়ন প্রত্যাহারের পর বর্তমানে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপি মনোনীত এ বি এম মোশাররফ হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান এগিয়ে রয়েছেন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের ডা. জহির উদ্দিন আহমেদ এবং গণঅধিকার পরিষদের মো. রবিউল হাসানও ভোটের মাঠে রয়েছেন। জেলা প্রশাসন সূত্র জানায়, প্রার্থীতা প্রত্যাহারের আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দের প্রস্তুতি চলছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে