জামালপুরে-৫ আসনের ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬, ০২:২৬ পিএম
জামালপুরে-৫ আসনের ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জামালপুর ৫টি আসনের মধ্যে ৩জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। জানাগেছে জেলার ৫টি সংসদীয় আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট ৩৪জন প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। মঙ্গলবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় প্রত্যাহারের শেষ দিনে ৩জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে ৫টি আসনে মোট ৩১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী স্বাক্ষরিতপত্রের মাধ্যমে  এ তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচন সূত্রে জানা গেছে, জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের একাধিক প্রার্থী থাকায় রুবেল মিয়া তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। জামালপুর- ৪ (সরিষাবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদার তিনি তার স্বামী বিএনপির দলীয় প্রার্থী ফরিদুল কবীর তালুকদারকে সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেনেন। এছাড়া জামালপুর- ৫ (সদর) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ ছানোয়ার হোসেন জোটগত কারণে জামায়াতের প্রার্থীকে সমর্থন দিয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।  ২১জানুয়ারী (বুধবার) প্রতীক বরাদ্ধের পর ভোট যুদ্ধে মোট ৩১জন প্রার্থী লড়বে। তারা হলেন ( জামালপুর-০১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে  বিএনপি,দলীয় প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত,জামায়াত প্রার্থী  মুহাম্মদ নাজমুল হক সাঈদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো: আব্দুর রউফ তালুকদার  জাতীয় পাটি প্রার্থী এ. কে. এম ফজলুল হক।জামালপুর- ২ (ইসলামপুর) আসনে জাতীয়তাবাদী দল (বিএনপি প্রার্থী- এ.ই সুলতান মাহমুদ বাবু, বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থী মো: ছামিউল হক ফারুকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুলতান মাহমুদ সিরাজী, স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান। জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন তারা হলেন- মো: মোস্তাফিজুর রহমান বাবুল (বিএনপি), মো: মজিবুর রহমান আজাদী (জামায়াত), মীর সামসুল আলম লিপটন (জাতীয় পার্টি), ফিদেল নঈম (গণসংহতি আন্দোলন), মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), লিটন মিয়া (গণঅধিকার পরিষদ), ফারজানা ফরিদ (স্বতন্ত্র), সাদিকুর রহমান সিদ্দিকী শুভ (স্বতন্ত্র), শিবলুল বারী রাজু (স্বতন্ত্র)। জামালপুর- ৪ (সরিষাবাড়ী) আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন তারা হলেন- মো: ফরিদুল কবীর তালুকদার (বিএনপি), মোহাম্মদ আব্দুল আওয়াল (জামায়াত), মো: আলী আকবর (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো: মাহবুব জামান জুয়েল (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি), মো: ইকবাল হোসেন (গণঅধিকার পরিষদ), মো: কবির হাসান (নাগরিক ঐক্য)। জামালপুর- ৫ (সদর) আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন তারা হলেন- এড.শাহ মো: ওয়ারেছ আলী মামুন (বিএনপি), মুহাম্মদ আব্দুস সাত্তার (জামায়াত), সৈয়দ ইউনুছ আহাম্মদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), শেখ মো: আক্কাস আলী (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি), আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম (বাংলাদেশ কংগ্রেস), মো: বাবর আলী খান (জাতীয় পার্টি-জেপি), মো: আমির উদ্দিন (জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি), জাকির হোসেন (গণঅধিকার পরিষদ)। সারা জেলায় ৫টি আসনের মধ্যে মোট ৩১জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন বলে সর্বশেষ নিশ্চিত হওয়া গেছে।