ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বরিশাল-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের বলেছেন-বেশকিছু নিউজ পোর্টাল ও ফেসবুকে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনজন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন মর্মে প্রকাশিত সংবাদটি মিথ্যে ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে এক বিবৃতিতে তিনি আরও বলেছেন, একটি বিশেষ দলের পক্ষ থেকে পরিবেশিত বানোয়াট সংবাদ যাচাইবিহীনভাবে প্রকাশ করা দায়িত্বশীল সংবাদমাধ্যমে কাছ থেকে প্রত্যাশিত নয়। আমরা মিডিয়ার কাছ থেকে আরো সচেতন ও দক্ষতা প্রত্যাশা করছি। কোন সংবাদমাধ্যমের যাচাই-বাছাই না করে, ক্রসচেক না করে সংবাদ প্রচার করা উচিৎ নয়। এতে করে সাধারণ মানুষ সংবাদ মাধ্যমের ওপরে আস্থা হারিয়ে ফেলবে। তিনি আরও বলেন, যে দল এসব অপপ্রচার ছড়াচ্ছে, তারা মিথ্যা নাটক সাজিয়ে কখনও সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেনা। মিথ্যা প্রচারকারী দল কখনও দেশ ও জাতির কল্যাণকামী নয় বলেও তিনি উল্লেখ করেছেন।