ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে ভেকু (এক্সকাভেটর) মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে সড়ক নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে জমির মালিকসহ স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হলেও প্রভাবশালীদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। ঘটনাটি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ওই গ্রামের বাসিন্দা ভুক্তভোগী আলকাচ হাওলাদার অভিযোগ করে বলেন, এলাকার প্রভাবশালী ইঞ্জিনিয়ার আবুল বাশার কোনোধরনের সরকারি অনুমতি কিংবা জমির মালিকদের সম্মতি ছাড়াই জোরপূর্বক জমির ওপর দিয়ে সড়ক নির্মাণের কাজ শুরু করেন। তিনি ভেকু মেশিন দিয়ে মাটি কাটার ফলে জমির স্বাভাবিক অবস্থান নষ্ট হয়ে গেছে এবং ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি আমাদের জমি দখল করে তাদের ব্যক্তি মালিকানাধীন সড়ক নির্মাণ করছেন। আলকাচ হাওলাদার আরো জানান, এর আগে গত ১৬ জানুয়ারি রাতে আবুল বাশার আমাদের জমি দখল করে সড়ক নির্মাণের চেষ্টাকালে ওইদিন আমি বাকেরগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করি। তবে পুলিশের পক্ষ থেকে কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করায় পূর্ণরায় ২০ জানুয়ারি থেকে প্রভাবশালীরা আবার আমাদের জমি দখল করে সড়ক নির্মাণের কাজ শুরু করেছেন। ভুক্তভোগীরা অবিলম্বে সড়ক নির্মাণ বন্ধ করে দখলমুক্ত করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত আবুল বাশারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ভূক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি কেএম সোহেল রানা বলেন, যখন খবর পেয়েছি অবৈধভাবে জমি দখল করে মাটি কেটে সড়ক নির্মাণ চলছে। সেখানে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে। পরবর্তীতে পূর্ণরায় কাজ শুরু করা হয়েছে কিনা সেবিষয়ে এখনও কেউ তাদের অবহিত করেননি। এ ব্যাপারে খোঁজ নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।