দলীয় নীতি আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের জন্য টাঙ্গাইল জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী সহ তিনজনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকৃত তিনজন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফরমান খান আজাদ এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী। বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তালুকদার রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল- ১ ( মধুপুর- ধনবাড়ী) আসনে বিএনপি'র বিদ্রোহী প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ আলী, টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনে প্রার্থী লুৎফরমান খান আজাদ এবং টাঙ্গাইল -৫ আসনে জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন