সিদ্ধান্ত বদলাল বাংলাদেশ ব্যাংক, মুনাফা পাচ্ছেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ১২:৫৪ পিএম
সিদ্ধান্ত বদলাল বাংলাদেশ ব্যাংক, মুনাফা পাচ্ছেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা

সমালোচনা ও আমানতকারীদের বিক্ষোভের মুখে আগের অবস্থান থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। একীভূত হতে যাওয়া শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালের জন্য এসব ব্যাংকের আমানতকারীরা নির্ধারিত হারে মুনাফা পাবেন।

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে পাঁচ ব্যাংকের প্রশাসকদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪-২০২৫ সালের জন্য মুনাফা পাচ্ছেন। আগের সিদ্ধান্ত পর্যালোচনা করে বদলানো হয়েছে।” তিনি জানান, দুই বছরের জন্য বার্ষিক চার শতাংশ হারে মুনাফা দেওয়ার বিষয়ে প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, লোকসানের কারণে একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের জন্য কোনো মুনাফা দেওয়া হবে না। সেই সিদ্ধান্তে ‘হেয়ারকাট’ শব্দটি ব্যবহার করে বলা হয়েছিল, আন্তর্জাতিক নিয়ম ও শরিয়াহ নীতিমালা অনুযায়ী লোকসানের সময়ে আমানতের ওপর মুনাফা দেওয়া সম্ভব নয়।

এই সিদ্ধান্ত ঘোষণার পরই বিভিন্ন শাখায় আমানতকারীদের ক্ষোভ ছড়িয়ে পড়ে। কয়েকটি ব্যাংকের শাখায় বিক্ষোভ শুরু হয় এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের টঙ্গী ও কুমিল্লার ধোরকারা বাজার শাখার ব্যবস্থাপকরা প্রধান কার্যালয়ে চিঠি দিয়ে কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়ার কথা জানান।

আর্থিক সংকটে থাকা এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেয় সরকার। এই পাঁচটি ব্যাংক একীভূত হয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে নতুন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠন করা হচ্ছে। গত রোববার (১ ডিসেম্বর) নতুন ব্যাংকটির লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক। ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধনের মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি টাকা।

প্রথম সিদ্ধান্ত অনুযায়ী, আমানত হিসাবের স্থিতি ২০২৫ সালের ২৮ ডিসেম্বরের অবস্থানের ভিত্তিতে পুনর্নির্ধারণ করার কথা বলা হয়েছিল এবং ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য কোনো মুনাফা বিবেচনায় নেওয়া হবে না বলে জানানো হয়। সংশোধিত সিদ্ধান্তে সেই অবস্থান থেকে সরে এসে আমানতকারীদের স্বস্তি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আপনার জেলার সংবাদ পড়তে